ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

রাতে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ৫, ২০২২
রাতে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

‘ফাইনালিসিমা’ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা। ইউরোপের চ্যাম্পিয়ন ইতালিকে হারানোর আনন্দ পুরনো হওয়ার আগেই ফের মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

এবার তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া।  

ফিফা প্রীতি ম্যাচে আজ রাত ১২টায় স্পেনের আল সাদর স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-এস্তোনিয়া।  

এই প্রথম এস্তোনিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। সদ্যই ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা এই ম্যাচে খর্বশক্তির দল নামাবে। এস্তোনিয়া তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।  

হাঁটুর ইনজুরিতে আগেই ছিটকে গিয়েছিলেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। চোটের কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। এছাড়া মেসি, দি মারিয়া ও লাওতারো মার্তিনেজদেরও হয়তো বেঞ্চেই দেখা যাবে।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। সেই ২০১৯ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা। এরপর প্রায় তিন বছরে টানা ৩২ ম্যাচে খেলে হারের মুখ দেখতে হয়নি তাদের। এস্তোনিয়াও ভালো ফর্মে আছে। ফিফা র‍্যাংকিংয়ে ১১০তম স্থানে থাকা দলটি সম্প্রতি সানমারিনোকে হারিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।