ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ছয় বছরের চুক্তিতে রিয়ালে চৌমেনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
ছয় বছরের চুক্তিতে রিয়ালে চৌমেনি

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদে আসছেন ফরাসি মিডফিল্ডার অরিলিয়েন চৌমেনি। এবার সেটিই সত্যি হলো।

অফিসিয়াল এক বিবৃতিতে শনিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

ছয় বছরের চুক্তিতে ফরাসি ক্লাব মোনাকে থেকে রিয়াল শিবিরে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলার। মঙ্গলবার (১৪ জুন) সম্পন্ন করা হবে মেডিক্যাল। একই দিনে সান্তিয়াগো বার্নাবুতে চৌমেনিকে উপস্থাপন করা হবে।  

১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন চৌমেনি। তাকে দলে ভেড়ানোর জন্য প্রথমেই ইংলিশ ক্লাব লিভারপুল চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ এই দৌড়ে যোগ দিলে। এরপর অবশ্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যোগ দেয় এই প্রতিযোগীতায়। শেষ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সাথেই যোগ দিলেন তরুণ এই মিডফিল্ডার।

২০২০ সালের জানুয়ারিতে বোরডিয়াক্স থেকে মোনাকোতে যোগ দেন চৌমেনি। ক্লাবটির হয়ে ৯৫ ম্যাচে গোল করেন ৮টি। টেবিলের তিনে থেকে মোনাকো গত মৌসুম শেষ করে। এর পেছনে চৌমেনির অবদান ছিল অনেক। দারুণ প্লেমেকিংয়ের কারণে অনেকেই তরুণ এই ফরাসি তারকাকে তুলনা করেছেন পল পগবা ও এনগোলো কন্তের সাথে।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।