ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার সঙ্গে স্থগিত সেই ম্যাচটি ব্রাজিলেই খেলতে হবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
আর্জেন্টিনার সঙ্গে স্থগিত সেই ম্যাচটি ব্রাজিলেই খেলতে হবে

করোনার প্রকোপ তখন ছিল অনেক। খেলা শুরুর পাঁচ মিনিট পরই কোয়ারেন্টাইন জটিলতায় থমকে গিয়েছিল ম্যাচ।

পরে অনেক জলঘোলার পর ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি স্থগিত হয়ে যায়।  

তবে এটি আবারও খেলতে হবে। সেটিও ব্রাজিলের মাটিতেই, সাও পাওলোর নিও কিউমিকাতে হবে খেলা। আগামী ২২ সেপ্টেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা।

স্থগিত হয়ে যাওয়া এই ম্যাচটি এমনিতে ইউরোপের মাটিতে খেলতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু ফিফা জানিয়েছে, ম্যাচটি হতে হবে ব্রাজিলেই। অন্যদিকে স্থগিত হওয়া এই ম্যাচটি খেলতেই চায়নি আর্জেন্টিনা।

ম্যাচটি অবশ্য মূল্যহীন হয়ে পড়েছে। কাতার বিশ্বকাপের ৩২ দল ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। বাছাই পর্বও শেষ করা হয়েছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আলাদা একটা রোমাঞ্চ তো থাকেই!

বাংলাদেশ সময় : ১৭৩৬, জুন ২১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।