ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

পদ্মা সেতু আমাদের গর্বিত করেছে: সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতু আমাদের গর্বিত করেছে: সালাউদ্দিন

স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। আজ (২৫ জুন) শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যাত্রা শুরু করলো এক নতুন বাংলাদেশ।

 

পদ্মা সেতু কেবল একটি সেতুই নয়, বাঙালি জাতির গর্ব, অহংকার, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন। তিনি বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্বিত করেছে। জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং সিদ্ধান্তে এই পদ্মা সেতু নির্মিত হয়েছে। এটা আমাদের পুরো দেশের গর্ব। ’

শুধু একপাড় নয় বরং দেশের সবাই উপকৃত হবে বলে জানান সালাউদ্দিন, ‘পদ্মা সেতুতে শুধু এপাড় আর ওপাড়ের মানুষ উপকৃত হবে না, এই সেতুর জন্য পুরো দেশের মানুষ উপকৃত হবে। ’

পদ্মা সেতু উদ্বোধনের ফলে এবার নতুন নতুন ভেন্যু করতে পারবে বাফুফে এমনটাই জানিয়েছেন সালাউদ্দিন।  তিনি বলেন, ‘এবার আমরা ফরিদপুর, খুলনা সহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন স্থানে খেলা আয়োজন করতে পারবো। দেশের খেলায় এখন ভিন্ন মাত্রা যোগ হবে। ’

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।