ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কৌশল বদলাবেন না ছোটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
কৌশল বদলাবেন না ছোটন

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৬-০ গোলে জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল (২৬ জুন) কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রথম ম্যাচে বাংলাদেশের হাই লাইন ডিফেন্স এবং প্রেসিং ফুটবলে বিধ্বস্ত হয়েছে মালয়েশিয়া। দ্বিতীয় ম্যাচেও একই কৌশলের কথাই জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

আজ (২৫ জুন) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলাই আমাদের লক্ষ্য। এই ম্যাচেও আমরা নিজেদের আগের কৌশলেই এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। ’

‘প্রথম ম্যাচে আমরা দারুন কিছু ফিনিশিং দেখতে পেয়েছি। তবে ম্যাচে আমাদের কিছু ভুল ছিল আমরা সেই ভুলগুলো শুধরে নেয়ার চেস্টা করেছি। আশা করি এই ম্যাচে এই ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো কিছু উহার দিতে পারবো দেশের মানুষকে। ’

আগের ম্যাচের একাদশকেই খেলাতে চান ছোটন। তবে পিঠের ব্যাথার জন্য আগামী ম্যাচের প্রথম একাদশে অনিশ্চিত সিরাজ জাহান স্বপ্না। তবে স্বপ্নাকে মূল একাদশে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ছোটন। ‘আমাদের দলের সকলেই ভালো খেলেছেন। আমরা আগের একদশ নিয়েই মাঠে নামতে চাই। তবে স্বপ্নার পিঠে ব্যাথা রয়েছে। তার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে এখনোও হাতে সময় রয়েছে। আমরা শেষ মুহুর্ত পর্যন্ত পর্যবেক্ষণ করবো। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।