ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

গির্জা পুনর্নির্মাণে বড় অঙ্কের সাহায্য দিলেন সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
গির্জা পুনর্নির্মাণে বড় অঙ্কের সাহায্য দিলেন সালাহ

মিশরের রাজধানী কায়রোর শহরে একটি গির্জায় গত রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় ১৮ জন শিশু সহ ৪১ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।

আহত হয়েছে অর্ধশতাধিক। সেই গির্জার সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য প্রায় ৩০ লাখ মিশরীয় ডলার দিয়েছেন সালাহ। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় কোটি টাকার মত।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন। নিয়মিতই জনকল্যাণ মূলক কাজ করে থাকেন সালাহ। দেশের প্রয়োজনে বরাবরই পাশে থাকেন মহানুভব এই ফুটবলার।

সানডে টাইমসের জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে ২০২২ সালে জনকল্যাণমূলক কাজে খরচ করাদের তালিকায় আট নম্বরে রয়েছেন সালাহ। এখন পর্যন্ত তিনি প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড দান করেছেন। যা তার মোট সম্পত্তির (৪১ মিলিয়ন পাউন্ড) প্রায় ছয় শতাংশের সমান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।