ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ১৯ জন হাসপাতালে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
সাতক্ষীরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ১৯ জন হাসপাতালে 

সাতক্ষীরা: সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

ডা. জয়ন্ত সরকার জানান, এ পর্যস্ত সাতক্ষীরা জেলায় ৫৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। ৪৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন আছেন এবং ৪০ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।