ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

ভোলায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ভোলায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ বছর ভোলা জেলায় দুই লাখের অধিক শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ভোলা: এ বছর ভোলা জেলায় দুই লাখের অধিক শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ২৭ হাজার ৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত দুই লাখ ১৬ হাজার ৮২৮ জন শিশু রয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানান ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।  

তিনি বলেন, ১০ ডিসেম্বর শনিবার দ্বিতীয় রাউন্ড জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। জেলার সাত উপজেলার মোট এক হাজার ৭২৯টি কেন্দ্রে পাঁচ হাজার ১৮৭ জন স্বাস্থ্যকর্মী, চার হাজার ৪৩৫ জন স্বেচ্ছাসেবী ‘এ’ টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডা. শরীফ আহমেদ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক এমএ তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।