ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে শোক পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে শোক পালন

কলকাতা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালন করছে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোও।

ঘোষণানুযায়ী, মঙ্গলবার শোক পালন করেছে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস। এর অংশ হিসেবে উপ-দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন।

এরপর মিশন প্রাঙ্গণের মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মাবলম্বীরা বিভিন্ন উপাসনালয়ে গিয়ে বিশেষ প্রার্থনা করেন।

সোমবার (২৯ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শোক পালনের অনুমোদন দেওয়া হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি হিসাবে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতি হয়েছে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদের।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
ভিএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।