কলকাতা: আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তরে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করছে দেশটির সরকার। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে তারা কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান। প্রতিনিধিদলে রয়েছেন, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সাতজন এবং বর্তমান কর্মরত দুজন। সবমিলিয়ে ১৭ জন প্রতিনিধিদলে রয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমানের নেতৃত্বে দলে রয়েছেন মেজর মোহাম্মদ বদরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা ফেরদৌস। ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী আয়েশা ইয়াসমিন। অবসরপ্রাপ্ত কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির ও তার স্ত্রী খালেদা মরিয়ম।
আরও রয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী আশরাফ ও তার স্ত্রী আনোয়ারা বেগম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী ও তার স্ত্রী রোকেয়া রহমান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার ও তার স্ত্রী আসমা ইয়াসমিন। অবসররপ্রাপ্ত মেজর এবিএম নুরুল আলম ও স্ত্রী ফেরদৌসি বেগম। অবসরপ্রাপ্ত কমোডর আব্দুল ওয়াহেদ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম (জি) ও তার স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।
অপরদিকে, কলকাতা ফোর্ট উইলিয়ামের পক্ষে জানানো হয়েছে, এবারের বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট থেকে। প্রথমে দুই দেশের প্রতিনিধিদল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হবেন সেনাবাহিনী প্রতিনিধি। এরপর মিলিটারি ট্যাটু শিরোনামে সেনাবাহিনীর বিশেষ বিষয়গুলো প্রদর্শিত হবে। সব মিলিয়ে দুই বাংলার প্রতিনিধিদের সমন্বয়ে বিজয় দিবস উদযাপন এক মিলনমেলায় পরিণত হতে চলেছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০২৪
ভিএস/আরএইচ