ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ভারত

আগরতলায় অস্ত্রসহ খাগড়াছড়ির বাসিন্দা আটক: পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আগরতলায় অস্ত্রসহ খাগড়াছড়ির বাসিন্দা আটক: পুলিশ

আগরতলা (ত্রিপুরা): আগরতলা থেকে অস্ত্রসহ এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তার নাম সমাজ প্রিয় চাকমা।

তার কাছ থেকে পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ, বাংলাদেশি ২৫ হাজার টাকা এবং ভারতীয় দুই লাখ রুপি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর অরুন্ধতীনগরের মিলনচক্র এলাকার আদর্শ পল্লী এলাকা থেকে আটক করা হয় তাকে।  

পুলিশ কর্মকর্তা (এসডিপিও) দেবপ্রসাদ রায় জানান, প্রায় পাঁচ মাস ধরে আগরতলার মিলনচক্র আদর্শ পল্লীর একটি বাড়িতে ভাড়া থাকছিলেন সমাজ প্রিয় চাকমা। তার বাড়ি বাংলাদেশের খাগড়াছড়িতে। বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও বাড়ির মালিক এবং আশেপাশের অন্যদের তিনি ভারতীয় নাগরিক হিসেবেই পরিচয় দিয়ে আসছিলেন।  

গোপন সূত্রে পুলিশ জানতে পারে, এই এলাকায় একজন বাংলাদেশি রয়েছেন এবং তার কাছে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এই তথ্য অনুযায়ী পুলিশ হানা দেয় সমাজ প্রিয় চাকমার ভাড়া বাড়িতে। তাকে আটক করার পাশাপাশি ঘরে তল্লাশি চালিয়ে পিস্তল, কার্তুজ, বাংলাদেশি এবং ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, অস্ত্র আইনসহ অন্যান্য আইনে তাকে আটক করা হয়েছে। আটক করে থানায় আনার পর থেকেই সমাজ প্রিয় চাকমাকে টানা জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে পুলিশ। তার ঘরে তল্লাশি চালিয়ে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। কীভাবে তিনি ত্রিপুরায় এসেছেন- এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসসিএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।