আগরতলা (ত্রিপুরা): প্রতিবছরের মতো এবারও কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কিনছে ত্রিপুরা সরকার।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজ্যের পশ্চিম জেলার মোহনপুরে ধান কেনা শুরু হয়েছে।
প্রথম দিনের কার্যক্রমে মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত ও কৃষি তত্ত্বাবধায়ক ড. উত্তম সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. উত্তম সাহা বলেন, রাজ্য সরকারের খাদ্য এবং জন সংরক্ষণ দপ্তরের উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার মোহনপুরে দুইটি ক্যাম্প হবে। তারাপুর স্কুল মাঠের ক্যাম্পটি আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং অপর ক্যাম্পটি হবে বামুটিয়ার বেড়িমুড়া স্কুল মাঠে। এটি ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।
চাষিরা আশা করছেন, এবার প্রথম ক্যাম্পে সাড়ে চারশ মেট্রিক টন এবং দ্বিতীয় ক্যাম্পে পাঁচশ মেট্রিক টনের বেশি ধান বিক্রি করতে পারবেন। এ বছর কেজি প্রতি ১৯ রুপি ৪০ পয়সায় ধান কিনছে সরকার।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসসিএন/এনএসআর