ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটে এগিয়ে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ভোটে এগিয়ে এরদোয়ান চলছে ভোট গণনা

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ভোটের গণনার ফল প্রকাশ করছে।

আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরার খবর অনুযায়ী বাংলাদেশ সময় রোববার (১৪ মে) দিবাগত রাত ০১টা ০২ মিনিট পর্যন্ত ভোটে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৭৫ দশমিক ৭৯ শতাংশ ব্যালট বাক্স খোলা হয়েছে।  

মোট গণনা করা ভোটে ৫০ দশমিক ৬ শতাংশ নিয়ে এগিয়ে রয়েছেন এরদোয়ান। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট। সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ ভোট। আগেই সরে যাওয়া প্রার্থী মুহাররেম ইনচে পেয়েছেন দশমিক ৫ শতাংশ ভোট।  

তবে এরদোয়ানের বিদ্রোহীরা বলছেন, আনাদুলোর তথ্য বিশ্বাসযোগ্য নয়। আঙ্কারায় এক প্রেস কনফারেন্সে রাজধানীর মেয়র মানসুর ইয়াভাস বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে কামাল কিলিচদারোগলু এখন এগিয়ে রয়েছেন। আমাদের ওপর আস্থা রাখুন, বিশ্বাস করুন।  

আজকের এই ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভবিষ্যৎ। এই নির্বাচনে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে।

তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটাররা লাইনে দাঁড়ান।  রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয় বিকেল ৫টায়।

তুরস্কের নির্বাচনসংক্রান্ত আইন অনুযায়ী, ভোটের দিন রাত ৯টা পর্যন্ত ফলাফল নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ নিষিদ্ধ। প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে কি না, তার ইঙ্গিত আজ গভীর রাতের দিকে পাওয়া যেতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।