ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিরোধীদের বয়কটের মধ্যেই নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন মোদির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
বিরোধীদের বয়কটের মধ্যেই নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন মোদির

বিক্ষোভ ও বয়কটের মধ্যেই নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেশিরভাগ বিরোধী দলই এই উদ্বোধনে অংশ নেয়নি।

তাদের দাবি ছিল উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদির স্থলে তারা প্রেসিডেন্টকে চান। খবর বিবিসি

অনুষ্ঠান চলাকালে নতুন পার্লামেন্ট ভবনে গিয়ে বিক্ষোভ করতে চাওয়ার চেষ্টা করলে শীর্ষ কয়েকজন কুস্তিগীর আটক হয়েছেন।

রোববার ভারতের স্থানীয় সময় সকাল ৭টায় নতুন পার্লামেন্ট ভবনটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

পার্লামেন্ট ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করে নরেন্দ্র মোদি ফলক উন্মোচন করেন এবং পরে আইনপ্রণেতাদের জমায়েতে ভাষণ দেন।

মোদি বলেন, এটি শুধুমাত্র একটি ভবন নয়, ১ দশমিক ৪ বিলিয়ন ভারতীয় জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিচ্ছবি। এটি আমাদের গণতন্ত্রের মন্দির এবং এটি বিশ্বকে ভারতের সংকল্পের বার্তা দেয়।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, পার্লামেন্ট ভবনের উদ্বোধনকে মোদি তার রাজ্যাভিষেকের অনুষ্ঠান হিসেবে দেখেছেন।  

গেল সপ্তাহে কংগ্রেসসহ ১৯টি দল উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে দেয়। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পার্লামেন্ট ভবন উদ্বোধনের দায়িত্ব না দেওয়ায় তারা সরকারের সমালোচনা করে।  

ক্ষমতাসীন বিজেপি বলেছে, বিরোধীদের এই বয়কট গণতন্ত্রের প্রতি অসম্মান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।