ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নিখোঁজ ৩০০ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নিখোঁজ ৩০০ অভিবাসী

সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি অভিবাসী নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাগুলোতে অন্তত ৩০০ অভিবাসী ছিলেন।

অভিবাসী সহায়তা ও তাদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস রোববার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে। নিখোঁজরা সেনেগাল থেকে যাত্রা শুরু করেছিলেন।

ওয়াকিং বর্ডারসের হেলেনা ম্যালেনো রয়টার্সকে জানিয়েছেন, নৌকাগুলোর মধ্যে দু’টি স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দু’টি নৌকার একটিতে প্রায় ৬৫ জন লোক এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।

তৃতীয় নৌকাটি ২৭ জুন সেনেগাল ছেড়ে যায়। এতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন।

ম্যালেনো বলেন, সেনেগাল থেকে নৌকা ছাড়ার পর পরিবারের সদস্যরা আরোহীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি।

অভিবাসীদের বহনকারী তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে তাদের যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার (১ হাজার ৫৭ মাইল)।

ম্যালেনো বলেন, ‘পরিবারগুলো খুবই উদ্বিগ্ন। নিখোঁজরা সবাই সেনেগালের একই এলাকার। সেনেগালের অস্থিতিশীলতার কারণে তারা দেশ ছেড়ে চলে যায়। ’

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।