ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০২৩ সালে আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
২০২৩ সালে আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে নিখোঁজ

ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এমনটি বলছে।

 

সংস্থাটি আরও বলছে, একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন প্রায় এক লাখ ৮৬ হাজার মানুষ। খবর আল জাজিরা।  

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নিউইয়র্ক দপ্তরের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, এক লাখ ৮৬ হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।  

এর মধ্যে ৮৩ শতাংশ- এক লাখ ৩০ হাজারের বেশি লোক ইতালিতে পৌঁছেছেন। এ ছাড়া সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা অন্য যেসব দেশে পৌঁছেছেন, সেগুলোর মধ্যে রয়েছে গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টা।  

নিরাপত্তা পরিষদকে বলা হয়েছে, বিপজ্জনকভাবে সমুদ্র পারাপারে যারা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, তাদের সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেড়েছে।  

মেনিকদিওয়েলা বলেন, চলতি বছর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালে একই সময়ে নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন। সেই তুলনায় নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে।  
 
তিনি আরও বলেন, একইভাবে বিপজ্জনক স্থল ও সাগরপথে ইউরোপে যাত্রায় কত প্রাণ যাবে, জাতিসংঘের শরণার্থী সংস্থা তা জানে না।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।