রাশিয়ায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাতভর হামলার কয়েকটি রাশিয়ার বেশ ভেতরের দিকে হয়েছে। এর মধ্যে নিঝনি নোভগোরদ ও ওরিয়ল অঞ্চলের শোধনাগার দুটিও রয়েছে। হতাহতের কোনো খবর নেই। এসব জানান আঞ্চলিক কর্মকর্তারা।
ইউক্রেন সীমান্ত থেকে থেকে ৮২৮ কিলোমিটার দূরে নিঝনি নোভগোরদ অঞ্চলের কস্তোভো শহরে রাশিয়ার সবচেয়ে বড় মালিকানাধীন কোম্পানি লুকওয়েলের একটি জ্বালানি কমপ্লেক্সে ড্রোন হামলার ঘটনা ঘটে বলে জানান আঞ্চলিক গভর্নর গ্লেব নিকিতিন।
অন্যদিকে ওরিয়ল শহরের আরেকটি শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে এর দূরত্ব ১৬০ কিলোমিটার। আঞ্চলিক গভর্নর আন্দ্রে ক্লিচকভ এমনটি জানান।
জরুরি পরিষেবার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নোভোস্তি বলছে, পেট্রোলিয়াম পণ্য থাকা একটি ট্যাংকে আগুন ধরে গিয়েছিল।
ড্রোন বিধ্বস্ত হওয়ার স্থানের কাছাকাছি উঁচু একটি ভবন থেকে অন্তত ১৭ জনকে একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া প্রায়শই তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক স্থাপনায় হামলা চালাতে ড্রোন ব্যবহার করে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরএইচ