ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মক্কা-মদিনা রুটের রেলভাড়ায় বিশাল ছাড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
মক্কা-মদিনা রুটের রেলভাড়ায় বিশাল ছাড়

মক্কা-মদিনা রুটের ট্রেন হারামাইন এক্সপ্রেসের টিকেটমূল্যে ব্যাপক ছাড় দিয়েছে সৌদি আরব সরকার। পবিত্র রমজান উপলক্ষে এ ছাড় দেওয়া হয়েছে।

সৌদি আরবের পরিবহন মন্ত্রণালয় সোমবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, হারামাইন এক্সপ্রেসের ইকোনমি ক্লাসের টিকেটের দামে ৫০ ও বিজনেস ক্লাসের টিকেটে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা।

তবে এই ছাড়ের আওতায় রয়েছে কেবল মদিনা থেকে মক্কা ও মক্কা-মদিনা রুট। এই দুই রুটের যাত্রীরাই বিশাল এ ছাড় উপভোগ করতে পারবেন। যাত্রীরা চাইলে সরাসরি স্টেশনে গিয়ে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া এসএআর ডট এইচএইচআর ডট এসএ ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও টিকিট কেনার সুযোগ রয়েছে।

অনলাইনে মূল্য পরিশোধ করলে ই-মেইলে টিকিট সরবরাহ করা হবে জানিয়েছে সৌদির পরিবহন মন্ত্রণালয়।

২০১৮ সালে সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় উচ্চ গতিসম্পন্ন হারামাইন এক্সপ্রেস চালু করা হয়। ট্রেনটি যাত্রাপথে জেদ্দা শহরে যাত্রা বিরতি দেয়।

সূত্র : গালফ নিউজ

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।