ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের হামলা, ২৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
সিরিয়ায় আইএসের হামলা, ২৮ সেনা নিহত

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ জন সেনা নিহত হয়েছেন।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সিরিয়ার মরুভূমি এলাকায় আইএসের পৃথক দুটি হামলায় এ নিহতের ঘটনা ঘটে।

 

দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিনহুয়া নেট।

যদিও দুই হামলা ঘটনার কোনোটিই এখনও প্রকাশ করেনি সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম।

এদিকে একই তথ্য নিশ্চিত করেছে এএফপি।

আন্তর্জাতিক বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনাসদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএসের জঙ্গিরা। এতে ওই বাসের মোট ২২ জন যাত্রীর সবাই নিহত হন। নিহতরা সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য ছিলেন।  

একই দিন পূর্ব সিরিয়ার আল-বুকামাল শহরের গ্রামাঞ্চলের হাসরাত গ্রামে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৬ সিরীয় সেনাকে হত্যা করেছে আইএস বন্দুকধারীরা।  

অবজারভেটরি জানিয়েছে, সিরিয়ার মরুভূমিতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় মোট ৩২৯ জনের মৃত্যু নথিভুক্ত করা গেছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।