ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৮, ২০২৪
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার আইনজীবী বলেছেন, নিরাপত্তার কারণে সরকার গৃহবন্দি করার পরিবর্তে বুশরা বিবিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বে-আইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে ইমরান ও বুশরাকে গত জানুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয়। দুজনকেই এ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর পর থেকে ইসলামাবাদে ইমরান খানের বাড়িতেই আটক রয়েছেন বুশরা বিবি।

এবার তার বানিগালা বাসভবন থেকে আদিয়ালা জেলে স্থানান্তর করা হবে তাকে। সেখানে তার স্বামী ইমরান খানও বন্দি রয়েছেন।

বুশরা বিবি তার আইনজীবীদের মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন। যাতে বলা হয় তাকে কারাগারে স্থানান্তর করতে।

এর পরেই আদালত কর্তৃপক্ষ তাকে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই এক এক্স পোস্টে জানান, তার খাবারে এসিডজাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ