ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর রকেট হামলা আগের দিন রোববার ইসরায়েলের হাইফা শহরের কিরিয়াত বিয়ালিক শহরে হামলার পরের দৃশ্য

হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলের উত্তর দিকে কয়েক ডজন রকেট ছুড়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

খবর বিবিসির।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার জবাবে উত্তর দিকে সামরিক ঘাঁটি ও গুদাম লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে বলে বলে জানিয়েছে গোষ্ঠীটি।  

পৃথক এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, লেবাননের দিক থেকে ৩৫টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লোয়ার গ্যালিলি অঞ্চলে ৫০ বছর বয়সী এক ব্যক্তি শার্পনেলে আহত হয়েছেন।  

এটি আরও বলছে, বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি রকেট ভূপাতিত করেছে। কয়েকটি রকেট আমি'য়াদ কমিউনিটির কাছাকাছি খোলা স্থানে পড়েছে।  

এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে চালানো হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর ওপর হামলা বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের বাসিন্দারা ইরান সমর্থিত গোষ্ঠীটির ব্যবহার করা জায়গা ছেড়ে যেতে ফোনে সতর্কবার্তা পাচ্ছেন।

লেবাননে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়ল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় চার শতাধিক লোক আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় সকালে এক বিবৃতিতে দক্ষিণ দিকের হাসপাতালগুলোকে জরুরি নয় এমন অস্ত্রোপচার বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।