ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরায়েলের মিত্র দেশগুলোর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ইরানের হামলায় ইসরায়েলের মিত্র দেশগুলোর নিন্দা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্র দেশগুলো। মঙ্গলবার রাতে তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

ইসরায়েলের দাবি, ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ হামলা দেশটির বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করে।

হামলা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্রান্সের সমর্থন ও প্রতিশ্রুতির চিহ্ন হিসেবে মধ্যপ্রাচ্যে ফরাসি সামরিক বাহিনী প্রস্তুত রাখা হয়েছিল।

লেবাননের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোর সমর্থনে ম্যাক্রোঁ একটি কনফারেন্স আয়োজনের প্রতিশ্রুতি দেন। শিগগিরই লেবাননে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ইরানের হামলার সমালোচনা করে বলেছেন, তাদের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। তিনি দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ভয়াবহ উত্তেজনা বলে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, আরও শত্রুতা বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলায় ইসরায়েলের পক্ষ নিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের ওপর তার পূর্ণ সমর্থন ছিল।    

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইরানের হামলায় নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ নিন্দা জানান।

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল বলেন, ইইউ ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।  

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী।  

এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইসরায়েল আবার হামলার শক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।