ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন অবমাননায় ডেনমার্কে প্রথমবারের মতো অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
কোরআন অবমাননায় ডেনমার্কে প্রথমবারের মতো অভিযোগ গঠন ফাইল ছবি

ডেনমার্কের ইতিহাসে প্রথমবারের মতো, দুই ব্যক্তিকে ধর্মীয় গ্রন্থ নিয়ে অশোভন আচরণের দায়ে অভিযুক্ত করা হয়েছে।  

শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির প্রসিকিউটররা জানিয়েছেন, ওই দুই জনের বিরুদ্ধে কুরআন অবমাননার অভিযোগ আনা হয়েছে।

সরকারি প্রসিকিউটরের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, কোপেনহেগেনে পাবলিক প্রসিকিউটর ধর্মীয় গ্রন্থের অশোভন আচরণের দায়ে প্রথম মামলা দায়ের করেছেন। ডেনমার্কের বিচারমন্ত্রী মামলাটি এগিয়ে নেওয়ার সুপারিশ অনুমোদনের পর এই অভিযোগ গঠন করা হল।

প্রসিকিউটররা জানান, অভিযোগে উল্লেখিত ঘটনাটি ২০২৪ সালের ১৫ জুন বর্নহলম দ্বীপে একটি মেলায় ঘটে। সন্দেহভাজনরা বৃহত্তর জনগণের কাছে প্রচারের উদ্দেশ্যে একটি তাঁবুতে অথবা জনসমক্ষে কোরআন অবমাননা করে। খবর আনাদোলু 

বিবৃতিতে প্রসিকিউটররা আরও জানান, আমাদের মূল্যায়ন অনুযায়ী, পিপলস ফেস্টিভালের সময় কুরআনের প্রতি অশোভন আচরণের ঘটনা ঘটেছিল এবং এটি জনসমক্ষে ঘটেছিল, কারণ সেখানে অনেক লোক উপস্থিত ছিল এবং এটি ভিডিও করে ফেসবুকে লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়।

পাবলিক প্রসিকিউটর লিজ-লটে নিলাস নিশ্চিত করেছেন, সন্দেহভাজনদের জরিমানা করার আবেদন করা হয়েছে। মামলাটি শুনানির জন্য বর্নহলম আদালতে সময়সূচির আবেদন জমা দেওয়া হয়েছে, তবে এখনও আদালতে তারিখ নির্ধারণ করা হয়নি।

প্রসঙ্গত, ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে ধর্মীয় গ্রন্থ অবমাননার ঘটনা বৃদ্ধি পেলে ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক। যে আইনে কোনো ধর্মগ্রন্থ পোড়ানো, ছেড়া অথবা তা কোনোভাবে অবমাননা করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদেরকে জারিমানা অথবা দুই বছরের জেলও দেওয়া যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।