ঢাকা: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের শীনগর শহরে বন্দুকধারীদের পৃথক দু’টি গুলির ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) রাতে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
বিদ্রোহী গোষ্ঠী ‘হিজবুল মুজাহিদিন’ এই হামলার দায় শিকার করলেও পুলিশ এ বিষয় কিছু নিশ্চিত করেনি। তবে এটি আত্মঘাতী হামলা ছিলো বলে জানায় পুলিশ।
এর আগে ২০১৩ সালের জুন মাসে শীনগরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের আগে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় আট সেনা নিহত হন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
টিআই