২০১৫ সালে করা ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার এক বছরের মাথায় এমন ঘোষণা দিলো তেহরান।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, চুক্তির কিছু অংশ থেকে ইরান সরে দাঁড়াচ্ছে, তবে পুরোপুরি প্রত্যাহার করছে না।
রুহানি বলেন, চলতি সপ্তাহ থেকেই ইরান অতিরিক্ত ইউরেনিয়াম ও ভারী পানি বিদেশে বিক্রির পরিবর্তে দেশেই সমৃদ্ধি বাড়ানো হবে।
তিনি বলেন, চুক্তিতে স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া যদি আগামী ৬০ দিনের মধ্যে ইরানের ব্যাংকিং ও তেলখাতের উপর নিষেধাজ্ঞা শিথিল না করে তবে তারা আরও উন্নত ইউরেনিয়ামের উৎপাদন ফের শুরু করবে।
এদিকে ইরানের এই ঘোষণার ফলে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যা আসতে পারে তেলের পর দ্বিতীয় বৃহৎ রপ্তানি পণ্য মেটাল শিল্পের উপর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে এরইমধ্যে এ সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জেডএস