ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার সেনা সদস্য নিহত রয়েছেন।

এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তান দুই বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলেছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সাহসী সৈন্যদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে। ওই এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।  

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে পাকিস্তান ৭৮৫টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৯৫১ জন মারা গেছে এবং ৯৬৬ জন আহত হয়েছে।

যদিও পাকিস্তানে সন্ত্রাসী হামলা এবং বোমা হামলা কমেছে, অক্টোবর বছরের দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে আবির্ভূত হয়েছে কারণ প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯৮ এ পৌঁছেছে।

নিহতদের মধ্যে ৯৮ জন সন্ত্রাসী, ৬২ জন নিরাপত্তা কর্মী এবং ৩৮ জন বেসামরিক লোক রয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় একটি বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, দেশ থেকে সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।