ভারতের অনলাইন গণমাধ্যমগুলো জানাচ্ছে, আম্পানের প্রভাবে কলকাতা বিমানবন্দর প্রায় কোমর পানিতে ডুবে যায়। এছাড়া ঝড়ের তোড়ে ভেঙে পড়ে হ্যাঙার।
বুধবার সন্ধ্যায় আম্পান আঘাত হানে কলকাতায়। ভেঙে পড়া হ্যাঙারে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থাকলেও সেটার কোনো ক্ষতি হয়নি। অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ।
এছাড়া কলকাতা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আম্পানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে।
তিনি এই ঝড়কে করোনার চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২১, ২০২০
নিউজ ডেস্ক