ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দর হয়ে গেল ‘নদীবন্দর’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ২১, ২০২০
কলকাতা বিমানবন্দর হয়ে গেল ‘নদীবন্দর’!

ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো। কলকাতা শহরও তছনছ করে দিয়ে গেছে এই ঝড়। রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও। প্রথম দেখায় মনে হতে পারে এটা বিমানবন্দর নয় যেন এক নদীবন্দর।

ভারতের অনলাইন গণমাধ্যমগুলো জানাচ্ছে, আম্পানের প্রভাবে কলকাতা বিমানবন্দর প্রায় কোমর পানিতে ডুবে যায়। এছাড়া ঝড়ের তোড়ে ভেঙে পড়ে হ্যাঙার।

 

বুধবার সন্ধ্যায় আম্পান আঘাত হানে কলকাতায়। ভেঙে পড়া হ্যাঙারে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থাকলেও সেটার কোনো ক্ষতি হয়নি। অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ।  

এছাড়া কলকাতা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আম্পানের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে।  

তিনি এই ঝড়কে করোনার চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।