ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একই হেলিকপ্টারে আম্পান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদী-মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ২২, ২০২০
একই হেলিকপ্টারে আম্পান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদী-মমতা

প্রায় তিন মাস পর দিল্লির বাইরে বের হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন শেষে উড়িষ্যায় যাবেন তিনি। বাংলার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদীর সঙ্গে একই হেলিকপ্টারে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (২২ মে) বেলা ১১টার দিকে মোদী নেতাজী সুভাসচন্দ্র বিমানবন্দরে অবতরণ করেন। মমতা তাকে স্বাগত জানান।

এ খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, আনন্দবাজারের।

মুখ্যমন্ত্রী মমতা আগেই জানান, এদিন আকাশপথে রাজারহাট, গোসাবা, মিনাখাঁ, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ পরিদর্শন করবেন তারা। এরপর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বসিরহাটে উদ্দেশে রওয়ানা হবেন।

মমতা বৃহস্পতিবার জানিয়েছিলেন, ১৭৩৭ সালের পর এমন দুর্যোগ আর হয়নি। আমপানের তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৯ জন এবং বিভিন্ন জেলায় ৬১ জন মারা গেছেন। এছাড়া কলকাতা, দুই ২৪ পরগনাসহ রাজ্যের অন্তত ১৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত-আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত।

দুপুর ১টা নাগাদ বসিরহাট থেকে মিটিং সেরে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দেড়টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা তার। সেখান থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে রওয়ানা দেবেন মোদী।

আমপানে বিধ্বস্ত রাজ্যের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যেই এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। করোনা-পরিস্থিতি নিয়ে এমনিতেই আর্থিক সঙ্কট চলছে রাজ্যে। এই আবহে আমপানের জেরে ক্ষয়ক্ষতি সামলাতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্য চাইবে মমতা সরকার।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।