ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ২২, ২০২০
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ রোববার

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির উচ্চতর বিচার বিভাগীয় কাউন্সিল। তাই শনিবার (২৩ মে) নয়, আরবের মুসলমানরা ৩০তম রোজা পালন করে রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

শুক্রবার (২২ মে) রাত ১০টার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ২৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশে।

খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ শনিবার রমজানের শেষ দিন হবে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ২২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।