মঙ্গলবার (২৬ মার্চ) চুরু জেলায় পারদ যখন ৫০ ডিগ্রি ছুঁয়েছে ততক্ষণে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এটা চুরু জেলার গত ১০ বছরের ইতিহাসে মে মাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও চলছে তাপপ্রবাহ। এদিন বিকানের, গঙ্গানগর, কোটা ও জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৪৭.৪ ডিগ্রি, ৪৭ ডিগ্রি, ৪৬.৫ ডিগ্রি ও ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও চুরু, বিকানের, হনুমানগড় ও গঙ্গানগরে তীব্র তাপদাহ থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমকেআর