ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫০ ডিগ্রি তাপে পুড়ছে রাজস্থান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ২৬, ২০২০
৫০ ডিগ্রি তাপে পুড়ছে রাজস্থান ৫০ ডিগ্রি তাপে পুড়ছে রাজস্থান

ভারতের রাজস্থানে চলছে তীব্র তাপদাহ। সবচেয়ে বেশি ৫০ ডিগ্রি সেলসিয়াসের প্রচণ্ড তাপে পুড়ছে রাজ্যের চুরু নামক জেলা।

মঙ্গলবার (২৬ মার্চ) চুরু জেলায় পারদ যখন ৫০ ডিগ্রি ছুঁয়েছে ততক্ষণে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এটা চুরু জেলার গত ১০ বছরের ইতিহাসে মে মাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে ২০১৬ সালের ১৯ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো মঙ্গলবার দুপুরে।

এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও চলছে তাপপ্রবাহ। এদিন বিকানের, গঙ্গানগর, কোটা ও জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৪৭.৪ ডিগ্রি, ৪৭ ডিগ্রি, ৪৬.৫ ডিগ্রি ও ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও চুরু, বিকানের, হনুমানগড় ও গঙ্গানগরে তীব্র তাপদাহ থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।