ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মে ২৯, ২০২০
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। এ ঘটনায় আরও ৪ আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট মানবপাচারকারীর মৃত্যুর বদলা হিসেবে তার পরিবার এ হত্যাযজ্ঞ চালায় বলে খবরে প্রকাশ।  

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য লিবিয়া অবজারভার’ নিজেদের ফেসবুক পেজে জানায়, নিহত বাংলাদেশিরা মিজদা শহরে নিহত ওই মানবপাচারকারীর জিম্মি ছিলেন।

দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এর আগে গত মঙ্গলবার (২৬ মে) রাতে কোনোভাবে ওই পাচারকারী জিম্মি অভিবাসীদের হাতে খুন হন।

ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগী ও আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান।  

এ ঘটনায় আরও ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেসবুক পেজেও এ খবর জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, মে ২৮, ২০২০ 
এমআইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।