ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে একদিনেই ২৭ হাজার করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ২৯, ২০২০
ব্রাজিলে একদিনেই ২৭ হাজার করোনা রোগী শনাক্ত

ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবারের হিসেব অনুসারে শেষ ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সেখানে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জনে। শনাক্তের সংখ্যায় বর্তমানে বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরপরই দ্বিতীয় শীর্ষ অবস্থানে এ দেশ।  

রয়টার্স জানায়, শেষ ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে ব্রাজিলে ১ হজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৫৪ জনে।  

দিন দিন ব্রাজিলে ব্যাপক হারে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এ জন্য লকডাউন নিয়ে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শৈথিল্যকে দায়ী করছেন অনেকে।  

এরই মাঝে ব্রাজিলকে সতর্ক করে দিয়ে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক জানিয়েছে, এখনই আরও কঠোর ব্যবস্থা না নিলে আসছে আগস্টের শুরুতেই ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ২৯, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।