শনিবার (৩০ মে) ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভি জানায়, ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়ে উঠেছে ৮০ হাজারেরও বেশি আক্রান্ত।
করোনা মহামারিতে ভুক্তভোগী দেশগুলোর তালিকায় ভারত রয়েছে নয় নম্বরে।
গত ২৪ ঘণ্টায় দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও আসামে রেকর্ডসংখ্যক মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৬ জনের। আর রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৮। তামিলনাড়ুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৭৪ জন। তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে চার জনের, শনাক্ত রোগীর সংখ্যা ১৬৯। আর আসামে নতুন শনাক্ত ১৭৭ জনসহ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২০
এইচএডি/