ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট

দুই রুশ ধনকুবেরের প্রমোদতরী জব্দ করলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
দুই রুশ ধনকুবেরের প্রমোদতরী জব্দ করলো ইতালি আলেক্সি মোরদাশভ ও তার প্রমোদতরী। ছবি: ইন্টারনেট

রাশিয়ার দুই শীর্ষ ধনকুবের আলেক্সি মোরদাশভ ও গেনডি টিমচেঙ্কোর দুটি প্রমোদতরী জব্দ করেছে ইতালি।

ইউরোপীয় ইউনিয়নের (ইউই) জারি করা নিষেধাজ্ঞার কারণে ইতালির পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।

শনিবার (০৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জব্দ করা একটি প্রমোদতরীর মালিক আলেক্সি মোরদাশভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এবং দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি। ২১৩ ফুট লম্বা তার প্রমোদতরীর দাম দুই কোটি ৭০ লাখ ডলার।

রাশিয়ার প্রধান স্টিল উৎপাদক সের্ভাস্টল কোম্পানির স্বত্বাধিকারী মোরদাশভ। তিনি প্রায় দুই হাজার ৯০০ কোটি ডলারের মালিক।

অন্য প্রমোদতরীটি গেনডি টিমচেঙ্কোর। তার সঙ্গেও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তেলের ব্যবসায়ী টিমচেঙ্কো এক হাজার ৭০০ কোটি ডলারের মালিক।

এ সপ্তাহে জার্মানি ও ফ্রান্সে কয়েকজন রাশিয়ান ধনকুবেরের প্রমোদতরী আটক করে সেখানকার পুলিশ। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার ৬৮০ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউই।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।