ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মদ খেয়ে মাতাল বর, লগ্নভ্রষ্টা হওয়ার আগে অন্যজনকে বিয়ে কনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ২০, ২০২২
মদ খেয়ে মাতাল বর, লগ্নভ্রষ্টা হওয়ার আগে অন্যজনকে বিয়ে কনের

বিয়ের আসরে মদ্যপান করে কপাল পুড়ল ভারতের রাজস্থানের এক বরের। মদ্যপ বর বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে বরযাত্রায় দেরি করে ফেলেন।

এই ফাঁকে বিয়ের লগ্ন বয়ে যায় যায় অবস্থা। তাই লগ্নভ্রষ্টা হওয়ার আগেই ক্ষুব্ধ কনে অন্য একজনকে বিয়ে করে ফেলেন।  

সিনেমার মতো এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের চারু জেলার রাজগড় তহসিলের চেলানা গ্রামে। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস এ খবর প্রকাশ করেছে।  

খবরে বলা হয়, গত রোববার (১৫ মে) বর সুনীল ও তার আত্মীয়রা বিয়ের আনুষ্ঠানিকতা সারতে কনের বাড়িতে পৌঁছান। কনের বাড়ির উদ্দেশে রাত ৯টায় বরযাত্রার কথা ছিল। কিন্তু বর মদ্যপান করে বন্ধুদের সঙ্গে নাচছিলেন। বরপক্ষের আত্মীয় ও বন্ধুবান্ধবদের এমন আচরণে কনে ও তার পরিবার খুবই হতাশ হন। তারা বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন।

ক্ষুব্ধ কনে বরযাত্রীদের ফিরে যেতে বলেন। এরপর কনের পরিবার তাৎক্ষণিকভাবে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অবশ্য এ ঘটনার পর বরের পরিবার রাজগড় থানায় যায়। তারা কনের পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।

কনেপক্ষের দাবি, বিয়ের শুভলগ্নের বিষয়ে বর এবং তার পরিবার একেবারে উদাসীন ছিল। ভবিষ্যতেও এ ধরনের আচরণ চলতে পারে বলে তাদের আশঙ্কা।  

পুলিশি হস্তক্ষেপের পর দুই পরিবারের পক্ষ থেকেই বলা হয়, পারিবারিক কারণে বিয়ে বাতিল করা হয়েছে। তারা ঘটনার আদ্যোপান্ত পুলিশকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২০, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।