ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯৫-এ বিয়ে: বয়সতো জাস্ট এ নাম্বার!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২৩, ২০২২
৯৫-এ বিয়ে: বয়সতো জাস্ট এ নাম্বার!

ভালোবাসার কোনো বয়স নেই। মন থেকে কাউকে ভালো লাগলে তাকে পাওয়ার জন্য মানুষ জীবনের শেষ দিনটির জন্যও অপেক্ষা করতে পারে।

তারই প্রমাণ পাওয়া গেল আবার, ২৩ বছর আগে এক গির্জায় তাদের দেখা হয়েছিল। কিন্তু মুখ ফুটে মনের কথা আর বলা হয়ে ওঠেনি। ২৩ বছর পরে সেই একই গির্জায় মনের মানুষটিকে বিয়ে করলেন ৯৫ বছর বয়সী পাত্র।  

ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাত্রের নাম জুলিয়ান ময়েল। বয়স ৯৫ বছর। আর পাত্রী ভ্যালেরি উইলিয়ামস ৮৪ বছর বয়সী।  
১৯ মে তাদের চার হাত এক হয়েছে কার্ডিফের একটি গির্জায়। ভালোবাসার মানুষটির জন্য ২৩ বছর ধরে অপেক্ষা করেছিলেন জুলিয়ান।  

তাদের বিয়েতে পরিবার এবং আত্মীয় মিলিয়ে মোট ৪০ জন উপস্থিত ছিলেন। নতুন জীবন শুরু করার জন্য নবদম্পতিকে তাঁরা শুভেচ্ছা জানান।

বিয়ের পর জুলিয়ান বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমার দেখা ২৩ বছর আগের সেই মানুষটি আমার জীবনসঙ্গী হয়েছে। নতুন বছরের মতো আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো।

অস্ট্রেলিয়ায় জুলিয়ানের দেশের বাড়ি। তিনি জানান, স্ত্রী ভ্যালেরিকে নিয়ে বছরের শেষের দিকে সেখানে মধুচন্দ্রিমায় যেতে চান।
সূত্র: ইয়াহু নিউজ

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।