ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ায় ভ্যানচালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বগুড়ায় ভ্যানচালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ভ্যানচালক জুরান আলী সরকার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই মামলায় অভিযুক্ত আরও সাত আসামিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বগুড়া কাহালু উপজেলার অঘোর ধরাপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে ইউনুস আলী মোল্লা।

ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অঘোর ধরাপাড়া আফজাল হোসেন ফকির, আশরাফুল সরকার, আতাউর রহমান, সবুজ সরকার, আজিজুল হক রনি, সিরাজুল ইসলাম ও সোহাগ শেখ। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন ৷

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কাহালুতে ২০০৭ সালের ১৭ নভেম্বর আসামিরা জুরান আলী সরকার নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। পরের দিন ১৮ নভেম্বর নিহতের বাবা শামসুল সরকার বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত দীর্ঘ ১৭ বছর পর বুধবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

তিনি বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ।

এ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন রেজাউল করিম মন্টু।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।