ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা: যুবলীগ কর্মী কোয়েল রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
নাটোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা: যুবলীগ কর্মী কোয়েল রিমান্ডে

নাটোর: নাটোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা ও চাঁদাবাজির পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী ও হত্যা-চাঁদাবাজিসহ ২০ মামলার আসামি যুবলীগ কর্মী মো. রাশেদুল ইসলাম কোয়েলের দুই মামলায় তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কোয়েলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে হাজির করা হয়।

এসময় চারটি মামলায় সাতদিন করে রিমান্ডের আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাবকে গুলি করে হত্যার চেষ্টার মামলায় তিনদিনের ও চাঁদাবাজীর অপর এক মামলায় আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর অপর দুই মামলায় রিমান্ড আবেদন না মঞ্জুর করেন আদালত।

আসামি রাশেদুল ইসলাম কোয়েল সদর উপজেলার চকবৈদ্যনাথ মহল্লার আমিনুল ইসলামের ছেলে। তিনি নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, রাশেদুল ইসলাম কোয়েলের নামে হত্যা, নাশকতাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে।

গত ১১ অক্টোবর বিকেলে যুবলীগ কর্মী মো. রাশেদুল ইসলাম কোয়েলসহ তিনজনকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেন। সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলার দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হন তারা। এরপর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। পরে তাদের দৌলতপুর থানা থেকে ওই রাতেই নাটোরে আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।