ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

আরেক মানহানির মামলায় তারেক রহমান খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরেক মানহানির মামলায় তারেক রহমান খালাস

নড়াইল: ২০১৪ সালে নড়াইলে করা একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-দ্বিতীয় আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহদী হাসান এ আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বক্তব্য দেন তারেক রহমান। শেখ মুজিবুর রহমান সম্পর্কে দেওয়া এ বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে একই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের নামে মানহানির মামলা করেন শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা।  

মামলায় একই আদালত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন।  

পরে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করেন। বাদীর আবদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সাজা প্রদানকারী আদালতকে মামলাটি পুনঃবিচারের আদেশ দেন।  

পরে বাদী বিচারিক আদালতে উপস্থিত হয়ে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে সাক্ষ্য দেন।

মঙ্গলবার (৩১ ডিসম্বর) আদালত তারেক রহমানের বিরুদ্ধে করা অভিযোগ সঠিকভাবে উপস্থাপন করা হয়নি উল্লেখ করে তাকে মামলার দায় থেকে খালাসের আদেশ দেন। তিনিই এ মামলার একমাত্র আসামি।

২০০৭ সাল থেকে তারেক রহমানের নামে অন্তত ৮৪টি মামলায় হয়। এ ৮৪ মামলার মধ্যে পাঁচটিতে দণ্ড হয় তারেক রহমানের। আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন অন্তত ৪০ মামলায়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।