ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় শ্রমিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ৪, ২০১৬
কুষ্টিয়ায় শ্রমিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শ্রমিককে হত্যার দায়ে মইনুল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত রেজা মোহম্মদ আলমগীর এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৪ জানুয়ারি কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীর একটি ফ্যাক্টরির শ্রমিক রফিকুল ইসলাম খাবার জন্য রাত ৮টায় ফ্যক্টরির বাইরে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা চার দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়।

পরের দিন সদর উপজেলার স্বস্তিপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে রফিকুলের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ৫ জানুয়ারি ময়নাতদন্ত শেষে রফিকুলের বাবা চারজনকে আসামি করে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে হত্যার কোনো সম্পৃক্ততা খুঁজে পায়না পুলিশ।

পরে পুলিশ অধিক তদন্ত করে হত্যাকারী মইনুল হককে ১২ ফেব্রয়ারি গ্রেফতার করে। অবশেষে ২৩ জন সাক্ষীর অধিকাংশ সাক্ষ্য শেষে মইনুল হকের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

অপরদিকে এজারভুক্ত চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।