ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিয়ের অনুষ্ঠানে বৃদ্ধ হত্যায় আসামি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বিয়ের অনুষ্ঠানে বৃদ্ধ হত্যায় আসামি রিমান্ডে

ঢাকা: রাজধানীর ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় বৃদ্ধ হত্যার দায়ে দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- জাহিদ ও সাজ্জাদ হোসেন। অপর দুই আসামি রাইয়ান ইয়াসমিন ও আলতাফ হোসেনের রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমীন চৌধুরীর আদালত এ আদেশ দেন।

আদালতে ওয়ারী থানার জিআরও আশরাফ জানান, আসামি রাইয়ান ইয়াসমিন নারী ও আলতাফ বয়স্ক হওয়ায় আদালত তাদের রিমান্ড না মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ আসামিদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

রাজধানীর ওয়ারীতে এক বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজানোর প্রতিবাদ করায় গত ১৯ জানুয়ারি সকালে নাজমুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।