ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আইন ও আদালত

আমান-নাজিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
আমান-নাজিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।  

এসময় আমান ও নাজিম উদ্দিনের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

শুনানি শেষে মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমান-নাজিমের ডিভিশন চাওয়া হলে সুব্রত ঘোষ কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করা হয়।

আটকের আগে নাজিম উদ্দিনের বাসায় অবস্থান করছিলেন আমান উল্লাহ আমান।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।