ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আইন ও আদালত

সরানো হলো বিচারপতি ওয়াহহাব মিঞার নাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
সরানো হলো বিচারপতি ওয়াহহাব মিঞার নাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইট

ঢাকা: পদত্যাগপত্র দেওয়ার একদিন পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের নামের তালিকা এবং দৈনন্দিন কার‌্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নাম।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে রোববারের (০৪ ফেব্রুয়ারি) জন্য প্রকাশিত আপিল বিভাগের কার‌্যতালিকায় দেখা যায়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজসিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নাম রয়েছে।
 
একইভাবে আপিল বিভাগের বিচারপতিদের তালিকায়ও প্রধান বিচারাপতিসহ চার বিচারপতির নাম রয়েছে।


 
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।
 
শনিবার সন্ধ্যায় ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।