বুধবার (১৪ মার্চ) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৩ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সদস্যরা সিলেট রেলওয়ে স্টেশনের সামনে থেকে মাদক বিক্রিকালে নাজিম উদ্দিনকে আটক করে। তার কাছ থেকে তিন লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ব্যাপারে অধিদফতরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি নাজিমকে আসামি করে মামলা (নং-১ (১০) ১১) দায়ের করেন।
তদন্ত শেষে ২০১১ সালের ২৪ অক্টোবর অধিদফতরের সিলেট সদর রেঞ্জের তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবীব তৌহিদ ঈমাম নাজিম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
২০১৩ সালের ১৫ জানুয়ারি দায়রা ১১২৩/১১ মূলে অত্র আদালত এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাতজন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
মামলায় কৌশলী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী ও রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনইউ/এএটি