ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদকের সঙ্গে জড়িত বরিশাল কারাগারের ৪ রক্ষী বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
মাদকের সঙ্গে জড়িত বরিশাল কারাগারের ৪ রক্ষী বরখাস্ত বরিশাল কেন্দ্রীয় কারা ফটক (ফাইল ফটো)

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক ব্যবসা সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মার্চ) দুপুরে ভারপ্রাপ্ত জেল সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিেস্ট্রট মো. শহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৩ মার্চ কারাগারে কারারক্ষীদের ব্যারাকে এক রক্ষীর বিছানার নিচ থেকে আধা কেজি পরিমাণ গাজা উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে নবাগত রক্ষী সোহেল, রাজীব, রাজু ও শামীমকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।