সোমবার (০২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু ফজলুল করিম মানিককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ১৬৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম মানিকের জবানবন্দি রেকর্ড করেন।
১৯ মার্চ মধ্যরাতে মধ্য পীরেরবাগ এলাকায় আলিমুদ্দিন স্কুল সংলগ্ন ১০৫/এ/১ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় মাথায় গুলিবিদ্ধ হন পরিদর্শক জালাল। পরে তাকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ২টার দিকে তিনি মারা যান।
বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পুলিশ ওই ভবন থেকে তানিয়া বেগমসহ তিন জনকে আটক করেছিল। পরে আটক তানিয়া আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
এদিকে, এ ঘটনায় ২১ মার্চ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) শামীম আহমেদ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হাসান মাহমুদসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।
জালাল তিনমাস আগে পদোন্নতি সূত্রে ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমে পরিদর্শক হিসেবে যোগদান করেছিলেন। এর আগে সবশেষ এসআই হিসেবে সূত্রাপুর থানায় কর্মরত ছিলেন জালাল।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআই/টিএ