আদালতে হাজির হয়ে আবেদনের পর সোমবার (০২ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
ওই কিশোরীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন বগুড়ার শেরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব ও শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এএসএম শাকিল।
আদেশের পর কায়সার কামাল জানান, গত ২০ মার্চ ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসটিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে এমন অভিযোগ এনে গত ২৪ মার্চ স্থানীয়রা কিশোরীটির বিরুদ্ধে মামলা করেন। মামলার এফআইআর-এ এই আসামির বয়স ১৬ বছর। সে হিসেবে এখনও সে কিশোরী বা অপ্রাপ্তবয়স্ক।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ০২,২০১৮
ইএস/জেডএস