ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুই বাসের চিপায় হাত হারানো মামলার আসামিরা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
দুই বাসের চিপায় হাত হারানো মামলার আসামিরা কারাগারে

ঢাকা: দুই বাসের ওভারটেকিংয়ের সময় রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চিপায় পড়ে কলেজছাত্র রাজীব হোসেনের হাত হারানোর মামলায় দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিআরটিসি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) বাসের ড্রাইভার অহেদ আলী ও স্বজন পরিবহনের ড্রাইভার খোরশেদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

রোববার (৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব আলী রিমান্ড শেষে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।


 
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওযের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসি বাস ও স্বজন পরিবহনের ওভারটেকিংয়ের সময় দুই বাসের চিপায় পড়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন।
 
এ ঘটনায় গত ৪ এপ্রিল দুই বাস চালককে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।