বৃহস্পতিবার (১২ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান জানান, ২০১১ সালে হওয়া এই অর্থপাচার অভিযোগের মামলা ঢাকার বিশেষ জজ আদালত–৩ এ বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, এ মামলায় আসামিপক্ষ কয়েকজন সাক্ষীর পুনরায় জেরা চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টে তাদের আবেদন খারিজের পর আপিল বিভাগে আবেদন করেন তারা। আজ আপিল বিভাগ তাদের আবেদন মতে সাক্ষীর পুনরায় জেরা করার অনুমতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ইএস/এমজেএফ