মঙ্গলবার (১৫ মে) দুপুর সোয়া একটায় চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মনিরুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগরের সাবিরুদ্দিনের ছেলে।
মামলার বিবরণ ও সরকারি কৌসুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ১৪ আগস্ট শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের একটি আমবাগান থেকে চারশ’ গ্রাম হেরোইনসহ র্যাবের অভিযানে আটক হন মনিরুল। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাজ্জাদ হোসেন সেলিম।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ওসমান গনি ওই বছরেরই ১৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত মামলার রায় ঘোষণা করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইসমাইল হক।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ